সাহিদুজ্জামান টরিক
চেয়ারম্যান সাহিদ গ্রুপ।
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। পেশাগত কারণে অধিকাংশ সময় বিদেশ-বিভুঁইয়ে পড়ে থাকি। কিন্তু মনটা পড়ে থাকে এদেশের মাটি ও মানুষের কাছে। বার বার ফিরে যেতে ইচ্ছে করে মাটির টানে, নাড়ীর টানে, মেঠোপথের পাশে শিশির ছটায় প্রজ্জ্বলিত ঘাষ ফুলের ঘ্রানময় জন্মভূমির জননীর কোলে। এই তো আমার বাংলা এই তো আমার সংস্কৃতি, বাঙালী সংস্কৃতির এই রূপ রস গন্ধ যেমন পায় কবিতা, গল্প-গানে তেমনি এর প্রত্যহ আলোড়ণ শুনি মঞ্চে। মঞ্চ নাটকের মাধ্যমে অরিন্দম বাঙালী সংস্কৃতির একেবারে নীচু তলা থেকে যেভাবে টেনে আলোকময় পাদপ্রদীপের পাদমূলে তুলে ধরেছে তা নিশ্চিত আমাদের অস্থির তারুণ্যকে উজ্জীবিত করে আমরা যারা রাজনীতিবিদ তাদের আশান্বিত করে।
তাই অরিন্দম এর সাতদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের কথা শুনে আমি আন্দোলিত-উদ্বেলিত-আনন্দিত। অরিন্দম এর সাংস্কৃতিক উৎসব মুখরিত হোক, মুকুলিত হোক জীবনের পল্লবিত শাখায়।
জয়তু অরিন্দম।
সাহিদুজ্জামান টরিক
সভাপতি
সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটি
ও
উপদেষ্টা
সিঙ্গাপুর চেম্বার অব কমার্স
ও
চেয়ারম্যান
সাহিদ গ্র“প।