লিয়াকত আলী লাকী
মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী
বাংলাদেশ শিল্পকলার মহাপরিচালক, গ্রুপ থিয়েটার ফেডারেশান এর চেয়ারম্যান- এসব আমার শাখা-প্রশাখা, শেকড় নয়। আমার শেকড় হচ্ছে মঞ্চ। তাই আমার মূল পরিচয় আমি একজন থিয়েটার কর্মী। যখন কোনো নাটক মঞ্চায়নের কথা শুনি তখন থিয়েটারের মানুষ হিসেবে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠি। নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি সব মিলিয়ে অরিন্দম, চুয়াডাঙ্গা সাতদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব করছে। এটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে এক দুঃসাহসিক অভিযাত্রা। বর্তমান বিশ্বে শান্তিপ্রিয় মানুষের দুর্বিসহ যন্ত্রণাদায়ক দুঃস্বপ্ন হয়ে উঠেছে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ। জঙ্গিবাদের ঢেউ মধ্যপ্রাচ্য থেকে আইলার মতো আছড়িয়ে পড়ছে চির অসাম্প্রদায়িক বাঙালির সবুজাভ লোকালয়ে। জঙ্গিবাদ যখন আমাদের উজ্জ্বল আলোকের প্লাবনভূমিকে গভীর অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছে, আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে পাক-আফগানের মতো মৌলবাদী তথা জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে, তখন এদেশের সরকারের পাশাপাশি সংস্কৃতি কর্মী বা সাংস্কৃতিক সংগঠনগুলো এই ঘৃণ্য খুনিদের বিরূদ্ধে শক্ত অবস্থান নিয়ে যে নিরন্তর যুদ্ধ করে চলেছে অরিন্দম, চুয়াডাঙ্গা তার অন্যতম অগ্রগামী সহযোদ্ধা। এ যুদ্ধ সাম্প্রদায়িকতা-সংকীর্ণতার বিরূদ্ধে, প্রগতির-মানবতার পক্ষে, মননশীলতা-নন্দনতত্ত্ব বিকাশের, মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ তথা রাষ্ট্র গঠনের।
লিয়াকত আলী লাকী
মহাপরিচালক
বাংলাদেশ শিল্পকলা একাডেমী।