রিয়াজুল ইসলাম জোয়ার্দার
সাবেক মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা
ভোরের শিশির লাবণ্যে ঘাসফুলের ঘ্রাণময় বাংলার মেঠোপথে আমি ঘুঙুরের শব্দ শুনি। রবীন্দ্রনাথ-লালন-আব্বাস উদ্দিন এর বিরহিনী সুর শুনি, নজরুল এর রণডঙ্কা শুনি আর মঞ্চে নিপীড়িত-নির্যাতিত মানুষের সংগ্রামী জীবনের ডাকে সৃষ্টির কারুকার্যময় কাহিনী দেখি। রোমাঞ্চিত হই, পুলকিত হই। কতিপয় সুস্থ চিন্তার মানুষ নিরলসভাবে শ্রম-মেধা ব্যয় করে যেমন বাঙালী সংস্কৃতির বিকাশে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে তেমনিভাবে চির বঞ্চিত গণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে, এগিয়ে নিতে শক্তি ও সাহস যোগাচ্ছে ।
অরিন্দম এর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক বললে কিছুটা ভুলই বলা হবে কারণ আমি অরিন্দম এর ঘরেরই লোক। তাই অরিন্দম এর নাট্য উৎসবের কথা শুনে আন্দোলিত-উদ্বেলিত-আনন্দিত।
অরিন্দম মুকুলিত হোক জীবনের পল্লবিত শাখায়।
জয়তু অরিন্দম।
অরিন্দম এর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক বললে কিছুটা ভুলই বলা হবে কারণ আমি অরিন্দম এর ঘরেরই লোক। তাই অরিন্দম এর নাট্য উৎসবের কথা শুনে আন্দোলিত-উদ্বেলিত-আনন্দিত।
অরিন্দম মুকুলিত হোক জীবনের পল্লবিত শাখায়।
জয়তু অরিন্দম।