মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান
সাধারণ সম্পাদক , জেলা শিল্পকলা একাডেমী চুয়াডাঙ্গা।
তোমরা যেখানে খুশি চলে যাও, আমি রয়ে যাব এই বাংলায় … … …। অপরূপ বাংলার রূপ রস গন্ধ-ই নাকি বাংলার দামাল ছেলেদের প্রেমিক হৃদয়ে কাব্যের ঝড় তোলে। এই জন্যই বাঙালীরা কৈশোর থেকেই সংস্কৃতি প্রেমিক-দেশপ্রেমিক হয়ে ওঠে। বাংলা ভাষা- বাংলাদেশ একে অপরের অবিচ্ছেদ্য অংশ। একটিকে ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। তাইতো বাঙালীরা যতটা সংস্কৃতি প্রেমিক ততটাই দেশপ্রেমিক। এজন্য বাঙালীরা হৃদয়ের অন্তঃপুরে প্রথিত দেশপ্রেমের তাড়না থেকেই সংস্কৃতি চর্চা করে থাকে। কোনো প্রাপ্তির আশায় নয়, নিঃস্বার্থ সংস্কৃতিচর্চার উৎকৃষ্ট উদাহরণ- অরিন্দম, চুয়াডাঙ্গা। অরিন্দম কর্মীদের সংস্কৃতি সেবায় স্বার্থহীন শ্রম ও সময় ব্যয় আমার স্বচক্ষে দেখা। এক অর্থে অরিন্দম আমার নিজেরও ঘর। অরিন্দম ইতিপূর্বে সফলভাবে উৎসব সম্পন্ন করেছে। এবারের সাংস্কৃতিক উৎসবও সফল হবে বলে আমি বিশ্বাস করি।
তিন দশক উপলক্ষে আয়োজিত সাত দিনের সাংস্কৃতিক উৎসব অরিন্দম এর সাফল্যের ডানায় আরো একটি পালক যুক্ত হোক- এ প্রত্যাশায়।
মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান
সাধারণ সম্পাদক
জেলা শিল্পকলা একাডেমী
চুয়াডাঙ্গা।