দিলিপ কুমার আগরওয়ালা
ব্যবস্থাপনা পরিচালক ডায়মন্ড ওয়ার্ল্ড, ঢাকা
বাঙালী সংস্কৃতিতে যখন বিদেশী সংস্কৃতি আর দেশীয় মৌলবাদী সংস্কৃতির আগ্রাসন চলছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঠিক সেই সময়ে এখন থেকে ত্রিশ বছর আগে বাঙালী সংস্কৃতির লালন, বিকাশ এবং পৃষ্ঠপোষকতার ব্রত নিয়ে যাত্রা শুরু করেছিল অরিন্দম। বাঙালী সংস্কৃতির লালন এবং বিকাশের জন্য চুয়াডাঙ্গা’র আর যেসব সাংস্কৃতিক সংগঠন কাজ করে যাচ্ছে অরিন্দম তাদের পুরোধা এবং অন্যতম। ত্রিশ বছর ধরে একটি মফস্বল জেলা শহরে একটি সাংস্কৃতিক সংগঠনের টিকে থাকা কঠিন হলেও অরিন্দম টিকে রয়েছে। তার গণভিত্তি তৈরিতে অরিন্দম-এর কর্মীদের নিরলস সংগ্রাম লক্ষ্য করার মতো। গণমানুষের সংস্কৃতি, বাঙালী জাতীয়তাবোধ আর বাঙালী সংস্কৃতি চর্চায় অরিন্দম গণমানুষের এবং রাজনীতি সচেতন বোদ্ধা মানুষদের শ্রদ্ধা ভালোবাসায় বলীয়ান হয়ে উঠেছে। তাদের এই পথচলা মসৃণ এবং কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। সকল বাধা বিপত্তি পেরিয়ে অরিন্দমের নিরন্তর পথচলা আরো গতিময় হোক এই কামনা করি।
দিলিপ কুমার আগরওয়ালা
ব্যবস্থাপনা পরিচালক
ডায়মন্ড ওয়ার্ল্ড, ঢাকা
ও
পরিচালক
বাংলাদেশ চেম্বার্স অব কমার্স।