ওবাইদুর রহমান চৌধুরী (জিপু)
সাবেক মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা
বুদ্ধিভিত্তিক জ্ঞানের যথার্থই প্রয়োগের মাধ্যমে আদর্শ ভিত্তিক শিক্ষার লক্ষ্যে সমাজের নিচু স্তর থেকে জাতিসত্বার চেতনালব্ধ সমাজ গঠনে অগ্রসর হতে হবে। আর এর জন্য প্রয়োজন সংস্কৃতিবান্ধব শিক্ষা। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভুত্থান ও ৭১’র মহান মুক্তিযুদ্ধ বাঙালী জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিল। ৭৫ এ জাতির জনক ও অন্যান্য জাতীয় নেতাদের হত্যার মাধ্যমে জাতিকে আবার সেই নিবিড় অন্ধকারের অতল গহ্বরে নিবিষ্ট করার চেষ্টা করা হয়েছে। ধারাবাহিক মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বাঙালী সংস্কৃতির চিরায়ত অসাম্প্রদায়িক ভাবধারার বিপরীত ধারা সাম্প্রদায়িক-মৌলবাদী শিক্ষা ব্যবস্থা প্রয়োগের প্রচেষ্টা করা হয়েছে এবং তা খুব পরিকল্পিতভাবেই করা হয়েছে। যার চুড়ান্ত ফল হচ্ছে আজকের জঙ্গিবাদ। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য প্রয়োজন তরুণ প্রজন্মের মধ্যে প্রগতিশীল শিক্ষার প্রয়োগ ও বিস্তার। এ জন্য রাষ্ট্রযন্ত্রকে যেমন কাজ করতে হবে তেমনি সংস্কৃতি কর্মীদেরও আদর্শে অবিচল থেকে কাজ করে যেতে হবে। অরিন্দম এর মত আদর্শবান সাংস্কৃতিক সংগঠনের পক্ষেই এটা সম্ভব বলে আমি মনে করি।
ওবাইদুর রহমান চৌধুরী (জিপু)
সাবেক মেয়র
চুয়াডাঙ্গা পৌরসভা