আসাদুজ্জামান নূর এমপি

মন্ত্রী ,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীন হওয়া মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা সোনার বাংলা আজ বিষকাঁটার ন্যায় লুকিয়ে থাকা জঙ্গিবাদের কালো থাবায় ক্ষত-বিক্ষত। জঙ্গি সন্ত্রাসীদের নগ্ন দানবীয় নৃশংসতায় হতবিহ্বল মানবতা। মানবতার সৌন্দর্য্যরঙের বিপরীতে এ প্রতিবেশচিত্র অগ্রহণীয়। অনুভবে তা ভয়াবহ, অপ্রার্থিত। এ সমস্ত দানবীয় শক্তির উত্থান বন্ধ করতে না পারলে মানবতার অপমান হওয়া বন্ধ হবেনা। সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করে নবীন প্রজন্মকে প্রকৃত বাঙালি এবং মানবিক গুণ সম্মপন্ন মানুষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। নবীনদের মধ্যে এমন চেতনা জাগ্রত করা দরকার যাতে তাদের কাছে কোন প্রকার জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ আশ্রয়-প্রশ্রয় না পায়। সংস্কৃতির শিক্ষা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। দেশের প্রতিটি নাগরিককে বিশেষ করে নবীন প্রজন্মকে একজন সংস্কৃতিবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সরকার সারাদেশের সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান করতে স্কুল-কলেজে ইতোমধ্যে বিশেষ উদ্যোগও গ্রহণ করেছে। উপজেলা পর্যায় পর্যন্ত শিল্পকলা একাডেমি চালু করেছে।
বাঙালি সংস্কৃতির আবহমানতার সঙ্গে বাঙালির গৌরবময় অর্জনগুলোর ইতিকথা, তার চেতনা ধারণ করা ও জীবনে কর্মে প্রতিফলিত করার ব্যাপারটিই আসলে সংস্কৃতি। আমার যতটুকু মনে হয় অরিন্দম, চুয়াডাঙ্গা তা বিশ্বাস করে বলেই ৩০টি বছর মাথা উঁচু করে নিজ মহিমায় প্রজ্বলমান।
সাংস্কৃতিক উৎসব মানেই নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার ক্ষণ। সারা দেশে নাট্য বিস্তারে সরকারের নানা উদ্যোগ, বিশেষ অনুদান দেয়ার পরও যখন নাটকের দলগুলো ক্রমাগত নির্জীব হয়ে যাচ্ছে সেখানে চুয়াডাঙ্গার মত একটি সীমান্তবর্তী মফস্বল জেলায় ৭দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসবের এই আয়োজন অবশ্যই আমাদের আশার আলো দেখাচ্ছে। ‘ছন্দতুলুক সংস্কৃতি চর্চা-বিনাশ হবেই সাম্প্রদায়িকতা’ এই শ্লোগানকে ধারণ করে অরিন্দম, চুয়াডাঙ্গার দীপ্ত-দু:সাহসিক পদভারে প্রকম্পিত হবে জঙ্গিবাদের অন্তরাতœা-এ আমার দৃঢ় বিশ্বাস।
তিনদশকের দ্বারে দাঁড়িয়ে অরিন্দমের এই সাহসী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গার মাটি হয়ে উঠুক সংস্কৃতি চর্চার আদিক্ষেত্র। চুয়াডাঙ্গার মানুষ রুখে দিক জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ-সাম্প্রদায়িকতার মত সকল অপশক্তিকে। জয় হোক সংস্কৃতির।। জয় হোক থিয়েটারের।। জয় হোক অরিন্দম, চুয়াডাঙ্গা‘র।
আসাদুজ্জামান নূর এমপি
মন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়