শুভেচ্ছা বাণী

আসাদুজ্জামান নূর এমপি

মন্ত্রী ,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীন হওয়া মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা সোনার বাংলা আজ বিষকাঁটার ন্যায় লুকিয়ে থাকা জঙ্গিবাদের কালো থাবায় ক্ষত-বিক্ষত। জঙ্গি সন্ত্রাসীদের নগ্ন দানবীয় নৃশংসতায় হতবিহ্বল মানবতা। মানবতার সৌন্দর্য্যরঙের বিপরীতে এ প্রতিবেশচিত্র অগ্রহণীয়। অনুভবে তা ভয়াবহ, অপ্রার্থিত। এ সমস্ত দানবীয় শক্তির উত্থান বন্ধ করতে না পারলে মানবতার অপমান হওয়া বন্ধ হবেনা। সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করে নবীন প্রজন্মকে প্রকৃত বাঙালি এবং মানবিক গুণ সম্মপন্ন মানুষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। নবীনদের মধ্যে এমন চেতনা জাগ্রত করা দরকার যাতে তাদের কাছে কোন প্রকার জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ আশ্রয়-প্রশ্রয় না পায়। সংস্কৃতির শিক্ষা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। দেশের প্রতিটি নাগরিককে বিশেষ করে নবীন প্রজন্মকে একজন সংস্কৃতিবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সরকার সারাদেশের সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান করতে স্কুল-কলেজে ইতোমধ্যে বিশেষ উদ্যোগও গ্রহণ করেছে। উপজেলা পর্যায় পর্যন্ত শিল্পকলা একাডেমি চালু করেছে।
বাঙালি সংস্কৃতির আবহমানতার সঙ্গে বাঙালির গৌরবময় অর্জনগুলোর ইতিকথা, তার চেতনা ধারণ করা ও জীবনে কর্মে প্রতিফলিত করার ব্যাপারটিই আসলে সংস্কৃতি। আমার যতটুকু মনে হয় অরিন্দম, চুয়াডাঙ্গা তা বিশ্বাস করে বলেই ৩০টি বছর মাথা উঁচু করে নিজ মহিমায় প্রজ্বলমান।
সাংস্কৃতিক উৎসব মানেই নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার ক্ষণ। সারা দেশে নাট্য বিস্তারে সরকারের নানা উদ্যোগ, বিশেষ অনুদান দেয়ার পরও যখন নাটকের দলগুলো ক্রমাগত নির্জীব হয়ে যাচ্ছে সেখানে চুয়াডাঙ্গার মত একটি সীমান্তবর্তী মফস্বল জেলায় ৭দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসবের এই আয়োজন অবশ্যই আমাদের আশার আলো দেখাচ্ছে। ‘ছন্দতুলুক সংস্কৃতি চর্চা-বিনাশ হবেই সাম্প্রদায়িকতা’ এই শ্লোগানকে ধারণ করে অরিন্দম, চুয়াডাঙ্গার দীপ্ত-দু:সাহসিক পদভারে প্রকম্পিত হবে জঙ্গিবাদের অন্তরাতœা-এ আমার দৃঢ় বিশ্বাস।
তিনদশকের দ্বারে দাঁড়িয়ে অরিন্দমের এই সাহসী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গার মাটি হয়ে উঠুক সংস্কৃতি চর্চার আদিক্ষেত্র। চুয়াডাঙ্গার মানুষ রুখে দিক জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ-সাম্প্রদায়িকতার মত সকল অপশক্তিকে। জয় হোক সংস্কৃতির।। জয় হোক থিয়েটারের।। জয় হোক অরিন্দম, চুয়াডাঙ্গা‘র।

আসাদুজ্জামান নূর এমপি
মন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

জীবন সদস্য

  • শফিউদ্দীন
  • মোখতার আলী
  • সেলিনা কাদের
  • মোঃ আলাউদ্দীন
  • শাহাব আলী শিশির
  • ওয়াসিকুর রহমান জোয়ার্দ্দাও বেলাল
  • মোবারক হোসেন
  • জাহিদুর রহীম জোয়ার্দ্দার (বাবু)
  • তপন দাশ
  • মজিবুল হক মালিক
  • এম.এইচ. আলী এ্যালবার্ড
  • ওয়ালিউর রহমান মালিক টুল্লু
  • এস.আর.মালিক
  • এম.এ.সালাম
  • কাজী সিরাজুল হক
  • হাফিজুর রহমান
  • খালেকুজ্জামান পিকলু
  • হাফিজুর রহমান জোয়ার্দ্দার
  • কাজল মাহমুদ
  • জুয়েল আইচ
  • বিপাশা আইচ
  • আব্দুল মোমিন টিপু, চুয়াডাঙ্গা
  • আব্দুস শুকুর বাঙালী
  • এ.কে.এম. আব্দুল মোমেন
  • শেখ নাজিম উদ্দিন
  • ড. শেখ আব্দুল কাদের
  • নুরুল ইসলাম মালিক
  • হারুন-অর-রশিদ
  • মেজর (অব.) আলিউজ্জামান জোয়ার্দ্দার
  • মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু
  • ফজলুর রহমান মালিক
  • হাসিবুল আলম মালিক
  • মজিবর রহমান
  • শামসুল হক রাজু
  • সালাহ্উদ্দীন মোঃ মতুর্জা
  • আবুল বাসার জোয়ার্দ্দার
  • সিরাজুল ইসলাম
  • লিয়াকত আলী শাহ
  • মনিরুল হক শাহ
  • হুমায়ূন কবীর মালিক
  • সহিদুল ইসলাম শাহান
  • অধ্যাপক রফিকুর রশীদ রিজভী
  • মনোজ কুমার আগরওয়ালা
  • কৃষ্ণা চক্রবর্তী
  • হামিদুর রহমান
  • রফিকুল হাসান তনু
  • এ্যাড. আলমগীর হোসেন
  • মোঃ মাসুদুজ্জামান
  • মোঃ জহুরুল ইসলাম
  • এ্যাড. আব্দুল ওহাব
  • ওয়াহেদুজ্জামান জোয়ার্দ্দার
  • বজলুর রহমান শায়ক
  • ইউনুস আলী শাওন
  • মাবুদ মালিক
  • আতিকুজ্জামান সবুজ
  • হাবিবুল্লা জোয়ার্দ্দার ছটি
  • এ্যাড. আব্দুল মালেক
  • নুঝাত পারভীন
  • হেলাল হোসেন জোয়ার্দ্দার
  • একরামুল হক (মুক্তা)
  • সোহেল মাহমুদ
  • অধ্যাপক লুৎফর রহমান
  • ইয়াকুব আলী জোয়ার্দ্দার
  • ফেরদৌসওয়ারা সুন্না
  • মোঃ তারিকুজ্জামান
  • মোঃ আজিজুল হক
  • মহাম্মদ আসাদুজ্জামান
  • মোঃ বজলুর রহমান
  • ডা. শাহার আলী
  • আলাউদ্দীন উমর
  • মোঃ শরীফ উদ্দিন বিশ্বাস
  • মোঃ কামরুল আরেফিন
  • গোলাম ফারুক জোয়ার্দ্দার
  • আরিফুল ইসলাম জোয়ার্দার সোমা
  • মোঃ হোসেন আলী
  • তৌহিদ মিটুল
  • সহিদুজ্জামান টরিক
  • শরিফুজ্জামান শরিফ
  • হাসান আলী
  • কিশোর কুমার কুন্ডু
  • খন্দকার মনোয়ার হোসেন
  • আব্দুল মান্নান
  • তালহা জুবাইর মাসরুর
  • আব্দুস সালাম সৈকত
  • কামরুন নাহার ইতি
  • মোঃ সিরাজুল ইসলাম
  • অজয় কুমার পাল
  • মোঃ আবুল কাশেম
  • নিমাই কুমার দত্ত
  • মোঃ আব্দুল জব্বার
  • সানজিদ-উল-আলম (মুন্না)
  • নওরোজ মোহাম্মদ সাঈদ
  • মোঃ মনিরুজ্জামান মানিক
  • মোঃ আলী হোসেন
  • শাকিলা সুলতানা এনি
  • মোঃ মশিউর রহমান মিলন
  • জাহাঙ্গীর সাঈদ
  • হেমন্ত কুমার সিংহ রায়
  • Translate »