আশাদুল হক বিশ্বাস
চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ চুয়াডাঙ্গা।
শৈশব-কৈশোর-তারুণ্য-যৌবন জীবনের একেকটি অধ্যায়। মানুষের জন্ম, বেড়ে ওঠা, সংস্কার এরই মাঝে থেকে যায় দায়িত্ব ও কর্তব্য। মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে তার দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে। সে দায়িত্ব যেমন তার সংসারের প্রতি তেমনি সমাজ ও রাষ্ট্রের প্রতি। প্রেসিডেন্ট এফ কেনেডি বলেছেন, ‘এটা ভেবো না রাষ্ট্র তোমাকে কি দিল বরং তুমি এটা ভাব যে তুমি রাষ্ট্রকে কী দিতে পেরেছো।” সমাজ ও রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমেই মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। আর মানুষের দায়িত্ববোধটাকে জাগিয়ে তোলে, শানিত করে সংস্কৃতি। সংস্কৃতি চর্চার মাধ্যমেই মানুষ তার অন্তরাত্মার চৈতন্যকে জাগিয়ে তোলে।
অরিন্দম নিয়মিত সংস্কৃতি চর্চা তথা থিয়েটার চর্চার মাধ্যমে মানব সমাজ গঠনে যে ভূমিকা রেখে চলেছে তা সন্দেহাতীতভাবেই প্রশংসনীয়।
সংশয়হীন প্রশয়সা কামনায়-
আশাদুল হক বিশ্বাস
চেয়ারম্যান
সদর উপজেলা পরিষদ
চুয়াডাঙ্গা।