দেলোয়ার হোসাইন বাপ্পী
জন্ম ১৯৮৯ সালের ৭ জানুয়ারী (সার্টিফিকেট অনুসারে ১৮মে), কুষ্টিয়া জেলায়। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ী গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। বাবা মোঃ মিজানুর রহমান এবং মাতা মোছাঃ দিলারা খাতুন। এক ভাই এক বোনের মধ্যে বাপ্পী বড়। তিনি ২০০৫ সালে চুয়াডাঙ্গার এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন। এবং ২০০৮ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। তার ছোটবেলা থেকে কম্পিউটারের প্রতি প্রচন্ড ঝোঁক ছিল। পরে ওয়েব ডিজাইনের ওপর কোর্স শেষ করে আমেরিকান একটি কোম্পানিতে ওয়েব ডিজাইনার ও ডেভেলপার হিসেবে জব করছেন।
মঞ্চে অভিনয় করার শখে ২০১৮ সালে অরিন্দমে যোগ দেন তারপর থেকে অরিন্দমের একনিষ্ঠ সদস্য হিসেবে সংগঠনের সাথে জড়িত আছেন। বর্তমানে (১৪৩০-৩১ বঙ্গাব্দ) তিনি অরিন্দমের সাহিত্য, প্রচার ও প্রকাশনা বিভাগের দ্বায়িত্ব পালন করছেন। মঞ্চে তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে নীলসিন্দুরিয়া, পূর্বকথন, রিক্তের বেদন, মনিমুক্তা, মানুষ নাটকগুলো অন্যতম। উল্লেখ্য – মানুষ নাটকটি তিনি রচনা করেছিলেন।