অরিন্দম সাংস্কৃতিক সংগঠন > ব্লগ > আন্তর্জাতিক দিবস > চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহান মে দিবস পালিত
চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহান মে দিবস পালিত
“রক্তে ধোয়া মে তোমায় ভুলিনি, ভুলবো না” শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় অরিন্দম, সংলাপ ও উদীচী জেলা সংসদ সম্মিলিতভাবে মে দিবস পালিত হয়। গতকাল বিকাল ৫টায় একটি সম্মিলিত শোভাযাত্রা বের করে শহরের চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে। এসময় নাম না জানা অনেক শ্রমিককে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। তারাও একই সুরে সুর মিলিয়ে বলতে থাকে “দুনিয়ার মজদুর, এক হও”!
এরপর জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংলাপ সাংস্কৃতিক জোটের সভাপতি নজির আহমেদ, অরিন্দম-চুয়াডাঙ্গার সহ-সভাপতি আব্দুল মোমিন টিপু, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক আদিল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন অরিন্দমের নির্বাহী সদস্য আলাউদ্দীন উমর, উদীচীর দপ্তর সম্পাদক বিপ্লব ডোম, উদীচী ডিঙ্গেদহ শাখার সহ-সভাপতি আব্দুস সাত্তার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব। এসময় ইতিহাসের উদ্বৃতি দিয়ে বক্তারা বলেন- শ্রমজীবী মানুষের মুক্তির সাথে সাংস্কৃতিক আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত, তাই মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহবান জানান।
এছাড়া দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি করে অরিন্দম কার্যনির্বাহী সদস্য হারুন-অর রশীদ, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক। গণসঙ্গীতে অংশ নেয় উদীচীর শাওন কুমার রায়, আদিল হোসেন, রকিবুল হাসান, অরিন্দমের হিরন-উর রশীদ শান্ত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরিন্দম-চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত।