ব্লগ

অরিন্দম উৎসব ২০১৬

অরিন্দম সাংস্কৃতিক সংগঠন

২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
বিকাল ৩.৩০ মিনিট : উদ্বোধন
প্রধান অতিথি : আসাদুজ্জামান নূর, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অতিথি : সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এম.পি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।
: আলী আজগর টগর, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২, বাংলাদেশ জাতীয় সংসদ।
: মমতাজ বেগম, সংসদ সদস্য, মানিকগঞ্চ-২, ঢাকা।
: সায়মা ইউনুস, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।
: মোঃ রশীদুল হাসান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
: মাহফুজুর রহমান মনজু, প্রশাসক, জেলা পরিষদ, চুয়াডাঙ্গা।
: ওবায়দুর রহমান চৌধুরী জিপু, মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা।
স্বাগত বক্তা : নূরুল ইসলাম মালিক, আহবায়ক, অরিন্দম সাংস্কৃতিক উৎসব উদ্যাপন কমিটি, চুয়াডাঙ্গা।
সভাপতি : মোঃ আলাউদ্দীন, সভাপতি, অরিন্দম, চুয়াডাঙ্গা।
: আনন্দ শোভাযাত্রা
: স্বাগত বক্তব্য
: শুভেচ্ছা বক্তব্য
: আলোচনা : ছন্দ তুলুক সংস্কৃতি চর্চা-বিনাশ হবেই সাম্প্রদায়িকতা
: মূল প্রবন্ধ: ড. তপন বাগচী, উপ-পরিচালক, বাংলা একাডেমি, ঢাকা
আলোচক : অধ্যাপক রফিকুর রশীদ
: অতিথিবৃন্দের বক্তব্য
: সম্মাননা প্রদান
: সভাপতির ভাষণ ও প্রথম অধিবেশনের সমাপ্তি
দ্বিতীয় অধিবেশন
সন্ধ্যে ৬:৩০ : দেশত্ববোধক গানের অনুষ্ঠান : জন্ম আমার ধন্য হলো…….
রাত ৭.০০ : নাটক : অহম তমসায়
পরিবেশনায় : অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, চুয়াডাঙ্গা।

২৬ অক্টোবর ২০১৬ বুধবার
সন্ধ্যে ৬:০০ : নজরুলগীতির অনুষ্ঠান : বুলবুল
সন্ধ্যে ৭:০০ : আলোচনা : নজরুল চেতনায় দেশত্ববোধ ও মানবিকতা
আলোচক : কৃষিবিদ মোঃ হামিদুর রহমান, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ঢাকা।
অতিথি : আবু মোঃ আব্দুল লতিফ অমল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জীবননগর ।
: জাহাঙ্গীর আলম,মেয়র, জীবননগর পৌরসভা, চুয়াডাঙ্গা।
সভাপতি : ইয়াকুব আলী জোয়ার্দ্দার, সহ-সভাপতি, অরিন্দম,চুয়াডাঙ্গা।
সন্ধ্যা ৭.৩০ : নাটক : ইতিহাসের কাঠগড়ায় এবং জ্যাম্বো ও একটি চিত্রনাট্য
পরিবেশনা : উজান থিয়েটার, বহরমপুর , বাংলা, ভারত।
২৭ অক্টোবর ২০১৬ বৃহ:স্পতিবার
সন্ধ্যে ৬:০০ : হারানো দিনের গানের অনুষ্ঠান: একি সোনার আলোয়……..
সন্ধ্যে ৬:৩০ : আলোচনা : বাংলা গানের একাল-সেকাল
আলোচক : নওরোজ মোহাম্মদ সাঈদ, অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারী মহিলা কলেজ।
অতিথি : মোঃ মতিয়ার রহমান, মেয়র, দর্শনা পৌরসভা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ।
: রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা।
সভাপতি : মোঃ হারুন-অর-রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক, অরিন্দম, চুয়াডাঙ্গা।
সন্ধ্যা ৭.৩০ : নাটক : চন্দ্রাবতী কথা
পরিবেশনা : বোধন থিয়েটার, কুষ্টিয়া।

২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
সন্ধ্যে ৬:০০ : লালনগীতির অনুষ্ঠান : কোনখানে শাহ্র বারামখানা……
সন্ধ্যে ৭:০০ : আলোচনা: লালন: অসাম্প্রদায়িক চেতনার প্রাণ পুরুষ
আলোচক : ড. তপন বাগচী, উপ-পরিচালক, বাংলা একাডেমি, ঢাকা ও মনি হায়দার, কথা সাহিত্যিক।
অতিথি : মোঃ কামরুজ্জামান,অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারী কলেজ।
: সভাপতি/সম্পাদক, ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতি।
সভাপতি : অধ্যাপক লুৎফর রহমান, জীবন সদস্য, অরিন্দম, চুয়াডাঙ্গা।
সন্ধ্যা ৭.৩০ : নাটক : গহনযাত্রা
: পরিবেশনা : পদাতিক নাট্য সংসদ (টিএসসি), ঢাকা।

২৯ অক্টোবর ২০১৬ শনিবার
সন্ধ্যে ৬:৩০ : রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান : আলোয় ভূবন ভরা …….
সন্ধ্যে ৭:০০ : আলোচনা : রবীন্দ্র মানচিত্র: বিশ্ব মানবের বিস্তৃতভূবন
আলোচক : মুন্সী আবু সাঈফ, সহযোগি অধ্যাপক, চুয়াডাঙ্গা সরকারী কলেজ।
অতিথি : মোঃ হেলাল উদ্দীন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
: আজাদ মালিথা,সভাপতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব।
সভাপতি : ইউনুস আলী শাওন, নির্বাহী সদস্য, অরিন্দম, চুয়াডাঙ্গা
সন্ধ্যা ৭.৩০ : নাটক : মাত্ব্রিং
: পরিবেশনা : বিবর্তন, যশোর।

৩০ অক্টোবর ২০১৬ রবিবার
সন্ধ্যে ৬:০০ : লোকসংগীতের অনুষ্ঠান : মাটির টানে গানে গানে (পল্লীগীতি, রাধারমন, শাহ আঃ করিম, বিজয় সরকার)
সন্ধ্যে ৬.৩০ : আলোচনা : বাংলার চিরায়ত লোক-সঙ্গীত : মানব প্রেমের মর্মকথা
আলোচক : মোঃ হামীম হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চুয়াডাঙ্গা।
অতিথি : মোঃ আসাদুল হক বিশ্বাস, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।
: মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, চুয়াডাঙ্গা।
সভাপতি : আলাউদ্দীন উমর, নির্বাহী সদস্য, অরিন্দম, চুয়াডাঙ্গা।
সন্ধ্যা ৭.৩০ : নাটক : অপরাজিতা
: পরিবেশনা : সায়ূধ নাট্য সংস্থা,পানিহাটি,সোদপুর,পশ্চিমবঙ্গ, ভারত।

৩১ অক্টোবর ২০১৬ সোমবার
সন্ধ্যে ৬:০০ : নৃত্যানুষ্ঠান : তা-থৈ তা-থৈ
সন্ধ্যে ৬:৩০ : আলোচনা : জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরূদ্ধে নাটক : সময়ের দাবী
প্রধান অতিথি : সায়মা ইউনুস, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।
আলোচক : আব্দুল্লাহ আল আমিন, সহযোগী অধ্যাপক, মেহেরপুর সরকারী কলেজ।
অতিথি : আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা শাখা।
: এ্যাড. শহিদুল ইসলাম,সভাপতি,সিপিবি, জেলা শাখা, চুয়াডাঙ্গা।
:আ.শু.বাঙালী, কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ইউনিট কমান্ড, সদর উপজেলা, চুয়াডাঙ্গা।
: ওবাইদুর রহমান চৌধুরী জিপু, মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা।
ধন্যবাদ জ্ঞাপন : নূরুল ইসলাম মালিক, আহবায়ক, অরিন্দম সাংস্কৃতিক উৎসব উদ্যাপন কমিটি, অরিন্দম, চুয়াডাঙ্গা।
: সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সভাপতি : আব্দুল মোমিন টিপু, নির্বাহী সদস্য, অরিন্দম, চুয়াডাঙ্গা
রাত ৮.০০ : নাটক : বাঁধ
: পরিবেশনা : বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জীবন সদস্য

  • শফিউদ্দীন
  • মোখতার আলী
  • সেলিনা কাদের
  • মোঃ আলাউদ্দীন
  • শাহাব আলী শিশির
  • ওয়াসিকুর রহমান জোয়ার্দ্দাও বেলাল
  • মোবারক হোসেন
  • জাহিদুর রহীম জোয়ার্দ্দার (বাবু)
  • তপন দাশ
  • মজিবুল হক মালিক
  • এম.এইচ. আলী এ্যালবার্ড
  • ওয়ালিউর রহমান মালিক টুল্লু
  • এস.আর.মালিক
  • এম.এ.সালাম
  • কাজী সিরাজুল হক
  • হাফিজুর রহমান
  • খালেকুজ্জামান পিকলু
  • হাফিজুর রহমান জোয়ার্দ্দার
  • কাজল মাহমুদ
  • জুয়েল আইচ
  • বিপাশা আইচ
  • আব্দুল মোমিন টিপু, চুয়াডাঙ্গা
  • আব্দুস শুকুর বাঙালী
  • এ.কে.এম. আব্দুল মোমেন
  • শেখ নাজিম উদ্দিন
  • ড. শেখ আব্দুল কাদের
  • নুরুল ইসলাম মালিক
  • হারুন-অর-রশিদ
  • মেজর (অব.) আলিউজ্জামান জোয়ার্দ্দার
  • মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু
  • ফজলুর রহমান মালিক
  • হাসিবুল আলম মালিক
  • মজিবর রহমান
  • শামসুল হক রাজু
  • সালাহ্উদ্দীন মোঃ মতুর্জা
  • আবুল বাসার জোয়ার্দ্দার
  • সিরাজুল ইসলাম
  • লিয়াকত আলী শাহ
  • মনিরুল হক শাহ
  • হুমায়ূন কবীর মালিক
  • সহিদুল ইসলাম শাহান
  • অধ্যাপক রফিকুর রশীদ রিজভী
  • মনোজ কুমার আগরওয়ালা
  • কৃষ্ণা চক্রবর্তী
  • হামিদুর রহমান
  • রফিকুল হাসান তনু
  • এ্যাড. আলমগীর হোসেন
  • মোঃ মাসুদুজ্জামান
  • মোঃ জহুরুল ইসলাম
  • এ্যাড. আব্দুল ওহাব
  • ওয়াহেদুজ্জামান জোয়ার্দ্দার
  • বজলুর রহমান শায়ক
  • ইউনুস আলী শাওন
  • মাবুদ মালিক
  • আতিকুজ্জামান সবুজ
  • হাবিবুল্লা জোয়ার্দ্দার ছটি
  • এ্যাড. আব্দুল মালেক
  • নুঝাত পারভীন
  • হেলাল হোসেন জোয়ার্দ্দার
  • একরামুল হক (মুক্তা)
  • সোহেল মাহমুদ
  • অধ্যাপক লুৎফর রহমান
  • ইয়াকুব আলী জোয়ার্দ্দার
  • ফেরদৌসওয়ারা সুন্না
  • মোঃ তারিকুজ্জামান
  • মোঃ আজিজুল হক
  • মহাম্মদ আসাদুজ্জামান
  • মোঃ বজলুর রহমান
  • ডা. শাহার আলী
  • আলাউদ্দীন উমর
  • মোঃ শরীফ উদ্দিন বিশ্বাস
  • মোঃ কামরুল আরেফিন
  • গোলাম ফারুক জোয়ার্দ্দার
  • আরিফুল ইসলাম জোয়ার্দার সোমা
  • মোঃ হোসেন আলী
  • তৌহিদ মিটুল
  • সহিদুজ্জামান টরিক
  • শরিফুজ্জামান শরিফ
  • হাসান আলী
  • কিশোর কুমার কুন্ডু
  • খন্দকার মনোয়ার হোসেন
  • আব্দুল মান্নান
  • তালহা জুবাইর মাসরুর
  • আব্দুস সালাম সৈকত
  • কামরুন নাহার ইতি
  • মোঃ সিরাজুল ইসলাম
  • অজয় কুমার পাল
  • মোঃ আবুল কাশেম
  • নিমাই কুমার দত্ত
  • মোঃ আব্দুল জব্বার
  • সানজিদ-উল-আলম (মুন্না)
  • নওরোজ মোহাম্মদ সাঈদ
  • মোঃ মনিরুজ্জামান মানিক
  • মোঃ আলী হোসেন
  • শাকিলা সুলতানা এনি
  • মোঃ মশিউর রহমান মিলন
  • জাহাঙ্গীর সাঈদ
  • হেমন্ত কুমার সিংহ রায়
  • Translate »